NTN BHARAT - News, Facebook Log, News, Media

কেন্দ্র কার ?

কেন্দ্র কার ?

Written by :- SOUMEN SINGHA :
 পরিবারের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে, কিন্তু রাজ্যে তৃণমূল যেভাবে একজন একজন করে বিজেপি নেতৃত্ব কে নিজেদের আকর্ষণীয় অফার দিয়ে ছিনিয়ে নিচ্ছে তা প্রকাশ্যে একটাই কথা বুঝিয়ে দেয়,যা আমার ছিল তা আমারই আছে ছিল থাকবে।তাই মিথ্যা আনন্দ মিছিল করেছে বিজেপি। কারন যত্নশীল নয় বিজেপি নেতৃত্ব, বস্ত্র হরণ করেছে নিজেদের 2021 এর বিধানসভার নির্বাচনে। ঠিকানা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলোন ঘোষণা করেছেন মুক্ষ্যমন্ত্রী।কতটা সফল হবে কেউ জানে না।কারন ত্রিপুরা রাজ্যের পুর ভোটে জনপ্রিয়তা অর্জন করেছে বিজেপি। কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রভাব পড়েছে পুর ভোট রেজাল্টে।তৃণমূল কর্মীর বস্তাবন্দি করাটা বাংলা তে যেমন ত্রিপুরায় চাল পাঠাচ্ছে। ত্রিপুরা, উত্তর প্রদেশ,বিহার, মহারাষ্ট্র ঠিক এভাবে কি পারবে ওড়িশা তে তৃণমূল??

কেমন চলছে মমতা ব্যানার্জী ও পি কে এর 2024 এর প্রস্তুতি?প্রদর্শনী শুরু হয়েছে ত্রিপুরা থেকে। আগামী নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন করছে সব মহল।কারন প্রতিপক্ষ মমতা ব্যানার্জি। তাই এবারের নির্বাচনে সরকার গঠনের জন্য যে পদক্ষেপ গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস,তা বড্ড কঠিন। কিন্তু বিজেপি নেতৃত্ব একটা খুশিতে আছে কারন দিদি,আর এক দিকে পাপ্পু আর পাপ্পু মা।জোট সরকার নাকি একক প্রতিদ্বন্দ্বী??এদিকে CPIM CONGRESS TMC এই জোট সরকারের বিরুদ্ধে লড়াই বিজেপি নেতৃত্বের। নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ,অমিত শাহ, জে পি নাড্ডা,আর এক দিকে মমতা ব্যানার্জি, রাহুল গাঁধী, সোনিয়া গান্ধী, অখিলেশ যাদব,সুস্মিতা দেব।লড়াই টা দাও কাটারি হয়ে যাচ্ছে দিনদিন। মোদী সরকার কি পারবে নিজের দল কেন্দ্রীয় সরকারের সিটে টিকিয়ে রাখতে?
দিন যত যাচ্ছে, ততই দল ভারী হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে।কিছু টা স্বার্থ রক্ষা কিছু টা আবেগ কিছু টা নতুন কিছু পাওয়ার আশা। ঠিক যেমন টা বিধানসভা ভোটের আগে বিজেপি ভরে উঠেছিল,আর ভোট রেজাল্টের পরেই আবার শূন্য হওয়ার অপেক্ষা। ঠিক তেমন কিছু না ঘটে আবার পুনরাবৃত্তিতে 2024 নির্বাচনের পর। কারন কংগ্রেস এমন দল যারা নিজেদের আধিপত্য ছাড়া আর কিছুই বোঝেন না। তারা নিজেদের দলের কাটের পুতুল ছেড়ে মমতা ব্যানার্জি কে প্রধান আসনে বসতে দেবে না।আর এই নিয়ে প্রশ্ন করছে সব মহল।

Post a Comment

0 Comments