NTN BHARAT - News, Facebook Log, News, Media

TMC কি oxygen chember লুকিয়ে রেখেছিল????: Areen Kumar Basuroychoudhury


 TMC কি oxygen chember লুকিয়ে রেখেছিল????: Areen Kumar Basuroychoudhury 


বিধানসভা ভোট ২০২১আমরা একটু পিছনে গেলে,মানে কয়েক মাস আগের ঘটনা বা দুর্ঘটনা তে চোখ রাখলে দেখতে পাই,কতো transparency দেখালেন দল নেতারা কেও বললেন দলে কাজ করতে পারছিলাম না,কেও বললেন পিসি ভাইপো কম্পানি , কেউ সিট না পেয়ে ক্ষোভ দেখিয়ে অভিমানীহয়ে  প্রেমিক প্রেমিকার মতো দল পাল্টে ফেল্লেন। এই হলো মানুষের নির্বাচিত নেতাদের হাল। যাক দলবদলের এই প্রতিযোগিতায় বড় মুখ ছিল অনেকের।TMC থেকে বহু মুখ তখন BJP তে এলাকা ভিত্তিক মুখপাত্র। কত কটাক্ষ , কত কুরুচীকর মন্তব্য, debate,অবশেষে ২রা মে ৭৭ সিটে গাড়ি আটকে গেলBJP এর।কোটি টাকার পেন্ডেল খাড়া করে সভা করেও মুখ্যমন্ত্রী সিটে মমতা  দু:ক্ষে ভেঙে পড়লো বাংলাতে নব নির্মিত BJP দল।

তারপরেই ঘটে গেল অক্সিজেনের অভাব। দল ছাড়লেন Mukul Roy, Ganga Prasad Sharma, Soumen Roy, Sabyasachi Dutta, Rajiv Bandyopadhyay,Sonali Guha,Krishna Kalyani,Babul Supriyo আরো অনেকে।BJP ছাড়ার পরে BJP কে হাল্কা করছেন বলে এদের safe zone নিয়ে যাওয়া হচ্ছে আজ।এই করোনা পরিস্থিতি তে অক্সিজেনের অভাব অনুভব করেছেন সবাই BJP দলে,শ্বাস যনিত কারণে দলবদল,পশ্চিমবঙ্গেএকই জায়গায় পৃথক ফল,কিভাবে???TMC কি oxygen chember লুকিয়ে রেখেছিল এনাদের জন্য?বিতর্ক আলোচনা,কটাক্ষএই নিয়ে তখন নানামতামত ছিল।সিটের লোভে যারা ছিল হেরে যাওয়ার পরে তারা অক্সিজেন খুঁজলো,অবশেষে বাবুল সুপ্রিয় স্টেজে পিয়োনিকা বাজিয়ে প্রমান করে দিলেনO2 CO2 সব আজ তার কাছে পর্যাপ্ত পরিমানে আছে।আজ রবি ঠাকুরের গান অনেকেই গাইছেন পদ্ম শিবিরে,

                                            ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে?”


“Subhendu Adhikari”- এই নাম টা সবাই জানে,মানুষটা বড় একা হয়ে গেছে,একে একে সবাই চলে যাচ্ছে উন্নতির পথে,শুধু পরিক্ষায় পাশ করেও এইমানুষ টা একই ক্লাসে শেষ বেন্চে একাই রয়েছেন এখন ও।অনেকের মতে মানুষ টাকে বিশ্বাস করা যাচ্ছে না,কিন্তু কতোদিন আর একা একা থাকা যায়?একমাত্র এখনো এই মানুষ টার কথা বলতে পারেন

                                            “ তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিন চাই

কিন্তু তুমি তা পাবে না বৎস,এই কথা বারবার বুঝিয়ে দিচ্ছি BJP রাজ্য কর্মকর্তারা।কারন মুখ্য চেয়ার টা তোমার দিদি আগলে রেখেছেন।অবুঝ BJP বোঝদার হতে পারলো না।কোকিলের মতো কাকের ডিম কে তা দিয়ে MLA তৈরী করলেন।MLA means ম্যায় লওট আউঙ্গা।MP মানে বাবুল বুঝিয়েদিয়েছে মুঝে পুকারো।এদিকে BJP -এর জবাবে দিদি বুঝিয়ে দিয়েছেন CM means চেনো মমতা কে??

CBI,ED,SID কত কি যে হলো,ধরা কেউ প্রলোভন না,শুধুই interview চলছে,কাজের কাজ কিছুই দেশে।আসলে পাকিস্তান হামলা করা বন্ধ করে দিতেইঅনেক অফিসার কাজ নেই বলে চিঠি দিয়েছিলেন PM কে,PM বললেন দাঁড়াও কাজ দিচ্ছি,পরের চিঠি তে লেখা ছিল চলে যাও কলকাতা,চোর পুলিশখেলো,আর মনে রেখেছ খেলা টা যেন খেলাই থাকে NO Arrest.আমার কাছে যেন ধর্না মিছিল এগুলো না আসে।আসলে দিদির ধর্না টা কাজ করেযায়,বুঝে শুনে খেলবে কিন্তু?না হলে,বঙ্গের ধর্না আবার পাপ্পু আর ওর মা শুনলে দিল্লি তে জালাবে আমাকে।

                                    আমাকে আমার মতো থাকতে দাও,আমি নিজের গদি নিজে বাঁচাতে শিখেছি



এদিকে বিজেপি রাজ্য সভাপতি অনেক কথাই বলছে,কি সব আন্দোলোন করবে বলছে রাজ্য কথা শুনলে।সুকান্ত বাবু এটা ভুলে গেলে চলবে?দিদি কিন্তুধর্না কন্যা।যেকোনো সময় ধর্না মন্চ একটিভ হলেই মোদি জি ছেড়ে দে মা কেন্দ্রে বাঁচিয় বলে আন্দোলন বন্ধ করে দেবেন।অতএব আন্দোলন এও BJP -এর চাপ।এখন করনীয় কি হবে সেটা কেউ জানে না।এদিকে দিদি ত্রিপুরা তে TMC -এর পতাকা Facebook page twitter account খুলেফেলেছেন।এখানেও চাপ।

                                   এক নারী,মোদী পে ভারী,এত অশান্তি তে লাভ কিএকদিন তো মেরেই যাবে?


এদিকে উত্তরবঙ্গের পুর ভোট নিয়ে মানুষের কথা,বিধানসভা আবেগে BJP পেয়েছে,ভুল করে লাভ নেই,TMC কে ভোট দেবো। এতদিন ২০১০ থেকেবিরোধি দল কে পুশেছি (CPM) এখন আবার বিরোধি দল পুরসভা তে টানবো?NO BJP সংখ্যা টা তাই বাড়ছে দিনদিন।পুর ভোট যদি TMC জেতা চালুকরে তবে রাজ্য থেকে TMC আরও STONG হয়ে উঠবে।এদিকে কেন্দ্র নিয়েও মোদি-অমিত শাহ -এর চোখ সরানো কঠিন হয়ে যাবে।কঠিন লড়াই আজকঠিনতর হয়ে উঠছে আস্তে আস্তে।পুরভোট,বিধানসভা,লোকসভা সব জায়গা তে আজ মোদি মমতা নিয়ে আলোচনার বন্যা।কি হবে আগামি দিন গুলিকেও জানে না।

উত্তরবঙ্গের শংকর ঘোষ,দক্ষিনবঙ্গে সুভেন্দু অধিকারী,কত দিন BJP তে এই নিয়ে প্রশ্ন উঠছে বারবার।উত্তর হয়তো পাওয়া যাবে,অপেক্ষা পুর ভোটেররেজাল্ট।পুর ভোটে হার যদি বিজেপি পায়,MLA পদে এনারা থাকা না থাকার সমান হয়ে যাবে।CPM  শংকরের জায়গা টা নিয়ে প্রশ্ন থেকেযাবে,সুভেন্দুর TMC তে ফেরাটা ঠিক ততই সোজা।

Post a Comment

0 Comments