NTN BHARAT - News, Facebook Log, News, Media

২০২১ এর BPL( Bidhansoba premier league)

 ২০২১ এর BPL( Bidhansoba premier league)  : Areen Kumar Basuroychoudhury শেষ হওয়ার পরে পরেইপারফরমেন্সের বিচার আলোচনা করে নতুন দল গঠন হচ্ছে পুরানা আদলেশুধু কোচ  ক্যাপ্টন অপরিবর্তিত থাকবেগোপন সুত্রে খবর। এবারে করোনা বিধি নিষেধ মেনে চলবে আগামি দিন গুলিপরবর্তী ম্যাচ ত্রিপুরা,গোয়া,উত্তর প্রদেশ  হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।ফাইনালের সম্ভাব্য দিল্লির স্টেডিয়াম।



বিজেপি থেকে কারা তৃণমূলে যাবেনকোন দলে কে থাকবে আগামি দিনেকেন এই বারবার দল পরিবর্তন জানেন না দুদলের নেতারা।নচিকেতার একটাগানের লাইন আজ মনে পরে যাচ্ছে খুব “ আজকে যিনি দক্ষিনে,কালকে তিনি বামে,আজকে যিনি তেরঙ্গা তে কাল ভক্ত রামের।


এখনও বিজেপিতে থাকা ‘তৃণমূলীদের সম্পর্কে একটি কথাও বলতে চান না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় সাংবাদিকদেরএই সংক্রান্ত প্রশ্নের উত্তরে বিরক্তি প্রকাশ করে বলেছেন, ‘আপনারা কি বিজেপি চিন্তকমুখপাত্রআপনাদের এই নিয়ে চিন্তা করতে হবে না। আমি এইনিয়ে একটি কথাও বলব না।




একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন বিধায়কনেতারা। তবে শুধু মাত্র এলাকাও নাবাবুল সুপ্রিয়র মত MP ,পদ ছেড়ে স্টেজে   ফু দিয়ে বারাচ্ছেন নেতাদের এই হাস্যকর চরিত্র বাংলার মানুষের করানার আবহাওয়া তে হাসির রসদ যোগাচ্ছে  সর্বশেষ তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বিগতবিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হওয়া রাজীব ব্যানার্জিও ফিরে গেলেনত্রিপুরায় গিয়ে অভিষেক ব্যানার্জির হাত ধরে তাঁর ঘরে ফেরা সম্পূর্ন  হয়েছে।এই নিয়ে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হতাশ হয়ে জবাব দিলেন , বলেছেন, ‘এদের বিজেপিতে নিয়ে জেতার ভাবনা হয়েছিলকিন্তু সেটাঠিক হয়েছিল বলে আমি মনে করি না। এখনও যারা বিজেপিতে আছেনতাঁরাও কবে তৃণমূলে ফিরবেন জানি না। যখন ইচ্ছে হবে চলে যাবেদলের কিছুকরার নেই।তার এই গম্ভীর কথা শুনে জানি না বঙ্গ রাজনৈতিক মহল কি পতিক্রিয়া দেবে?


দিলীপ ঘোষের কথা থেকে স্পষ্ট যে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা এখনও যারা রয়ে গিয়েছেনতাঁদের প্রতিও বিজেপি কোনও ভরসা করছে না,( আগেকেন করেছিল সেটাও কেউ জানে না ), তাঁদের বিশ্বাসযোগ্যতা বলে কিছু নেই। ( সেটা বুঝতে গিয়ে দেরী হয়ে গেল ) উলটোদিকে তৃণমূলও ‘ঘরওয়াপসি’ বন্ধকরার কথা বলছে নাবরং বিজেপি ভাঙানোর জন্য দরজা খুলে রেখে দিয়েছে ( ঘরের ছেলে ঘরে ফিরছে,এর থেকে বেশি আনন্দের কি আছ?)  সোমবারবিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেতা তাপস রায় বলেছেন, ‘কাকে নেওয়া হবেসেটা মমতা ব্যানার্জিই ঠিক করবেন।’ রাজীব ব্যানার্জিসম্পর্কে দুর্নীতির অভিযোগ যে মমতা ব্যানার্জিই করেছিলেন সেটা মনে করিয়ে দিতেই তিনি বলেছেন, ‘কেউ দুর্নীতি করে থাকলে তার জন্য দেশের আইন তো আছেইসেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতেই পারে।’ ( সেই আইনি ব্যাবস্থা কবে নেয়া হবে কেউ জানে না )



কিন্তু বিজেপি বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পড়েছেন চরম অস্বস্তিতেপরা টাই স্বভাবিক,কারন মেগ না চাইতে জল আর বাংলারনেতাদের দল বদল এটা একটা corporate system এর মত,better opportunity ,বাঁচাতে নিজের ফুটানি ) মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারালেওতিনিও পুরানো তৃণমূলীই। তাই অস্বস্তিকর এই প্রসঙ্গ এড়াতে তিনি সোমবার সাংবাদিকদের বলেছেনযিনি আগরতলায় গিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন(রাজীব ব্যানার্জিতিনি ২মে থেকে বিজেপি করেননি ( কিন্ত পদত্যাগ  করেন নি ) এই নিয়ে এর বেশি আমি একটি কথাও বলব নাকারন উত্তর দিতেচান না বা উত্তর নেই ) 


সোমবার বিধানসভার অধিবেশন শুরু হয়েছেশোকপ্রস্তাব গ্রহণ করে এদিনের মতো অধিবেশন মুলতুবি হয়ে গেছে। তারপরে শুভেন্দু অধিকারী সাংবাদিকবৈঠকে বলেন, ‘বাংলাদেশে দুর্গাপুজোর সময় নিহত সনাতন ধর্মাবলম্বীদের নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি আমরা জানিয়েছিলাম। অধ্যক্ষআমাদের কথা শোনেননি।’ বিজেপি বিধায়করা এদিন বিকেলে বিধানসভা প্রাঙ্গণেই মোমবাতি হাতে মৌন মিছিল করেছেন বাংলাদেশে নিহতদের স্মরণে। 


মানুষের রোজকার কষ্ট , বেকারত্ব , GDP down আর  অনেক সমস্যা আছে,এই নিয়ে মানুষের পাসে দাঁড়ানো টা এখন বিজেপি কে আগাতে পারে।নাহলে ৭৭ থেকে ৭০ এর পর এটা   ঠেকে যেতে বেশি দিন নাই।আন্দোলন করতে হবে,ঠিক য়েমন ২০১০ পর্যন্ত TMC চালিয়েছিল,ধর্না মন্চলাগবে,যেখানে মানুষের আবেদন কথা বলবে,নিজের নেতা লাগবে,বহিরাগত team member না।না হলে অস্তিত্ব হীন হয়ে যাবে BJP  একদিন CPM এর মতো West Bengal থেকে।

Post a Comment

0 Comments