চাল নেই চুলো নেই নিধিরাম সর্দার: Areen Kumar Basuroychoudhury
বিজেপি একা হয়ে যাচ্ছে।
1. বারবার 2021 নির্বাচনের পর বিজেপি নেতৃত্ব নিজের মাথায় হাত দিয়ে বসে আছে কেন?
: মানুষ টাকার বিনিময়ে ছেড়ে চলে যাচ্ছে। বা বিরোধী হিসেবে দায়িত্ব পালন করার জন্য আগ্রহী এবং যত্নশীল নয়।
2. 2021 বিধানসভার নির্বাচনে বিজেপির ভুল কি ছিল ?
: বিজেপি নেতৃত্ব ভেবেছিল তৃণমূল কর্মীদের নিজের দলে নিয়ে আসলেই তৃণমূল ভেঙে পড়বে। কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেসের চানক্য মুকুল রায়,তৃণমূলকে এগিয়ে রেখেছিলেন বিজেপিতে থাকা কালীন। তৃণমূল থেকে উচ্ছিষ্ট খাবার নিয়ে ছুড়ে দিয়ে ছিলেন বিজেপি নেতৃত্বের মুখে । বিজেপি তাই পেয়ে বিশাল খুশি হয়ে ওঠে, ভিখারী সাহেব হয়ে গেলে তার এই অবস্থা হয়। বিজেপি তৃণমূল কংগ্রেসের দয়া তে ভরে উঠলো।আর নিজের 213 টা আসন সংখ্যা ক্যালকুলেট করে ফেললো।কারন TMC জানা ছিল 213 পেয়ে দল গঠন করে নেব, তারপর একে একে আমার উচ্ছিষ্ট রফতানি করে নেবো নিজের দলে।ফালতু পরে থাকা জঙ ধরা মাল পাঠিয়ে দিলাম,স্বার্থ একটাই,সেনাপতি আমার কেনা।তাই অস্ত্র ভোঁতা হলে যুদ্ধ পকেটে।
3. এক এক করে দল ফাঁকা হচ্ছে কেন বিজেপির?
বিজেপি তে এখনও পোষ্যপুত্র রয়েছে মমতা ব্যানার্জির। 2010 সালে শুনেছিলাম নন্দীগ্রাম CPIM ধংশ করছে।গুলি চালাচ্ছে, মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছে। হঠাৎ 2021 নির্বাচনের সময় জানতে পারলাম, অধিকারীরা না থাকলে এমন অশান্তি করার ক্ষমতা নাকি CPIM এর ছিলোই না।আর সেই পোষ্য পুত্র এখন বিজেপি তে। চিন্তা করে দেখুন আপনারা , "মা" এর জন্য ছেলের ঋণ কি কখনো শোধ হয়?
সবার কথা ভুলে,মায়ের আদেশ মানতেই হবে।
4. আর কত দিন বাকি বিজেপির অস্তিত্বহীণ হতে?
: কেন্দ্রীয় দল হিসেবে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে লুপ্ত হয়ে যাবে না। থাকবে কয়েকজন।যেমন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এনার্জি সোর্স হিসাবে থাকবে। আগামী দিনে পোষ্যপুত্র শুভেন্দু অধিকারী এবং পাতানো ভাই অর্জুন সিং দল থেকে চলে গিয়ে টিএমসির হয় মন্ত্রিত্ব আসনে বসবেন। ততদিন অবদি বিজেপির অস্তিত্ব বেঁচে থাকবে।
5. আগামী লোকসভা পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান কি?
: কেন্দ্রীয় দল হিসাবে বিজেপি একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। কংগ্রেস একমাত্র দল ছিল যারা সিপিআইএম কে হাতে নিয়ে এবং আরো বেশকিছু আঞ্চলিক দলের সাহায্যে ইউপিএ সরকার গঠন করত তাদের সামনে এক বড় প্রতিদ্বন্দীর ভূমিকা পালন করতে টিএমসি নিজেকে তৈরি করছে। পরবর্তী লোকসভা ভোটের আগে হয় গাঁট বন্ধন সরকার দেখতে পাবো না হলে নরেন্দ্র মোদি বিশাল প্রতিদ্বন্দিতায় বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে।
6. আগামী দিনে পোষ্য পুত্রের ভূমিকা কি?
: আগামী দিনগুলোতে কিছু নেই যা কাজ করার তা এখনই হচ্ছে। বিজেপি থেকে বিধায়করা এক এক করে টিএমসি তে যাচ্ছে ,আগামী দিনে কয় জন বিধায়ক বিজেপিতে আদেও থাকবে এই প্রশ্নের উত্তর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন। এবং বিজিবিতে বসে তার পোষ্যপুত্র সেই কাজ সমাপ্ত করবে।
7. পশ্চিমবাংলায় বামফ্রন্ট কোথায়?
: আচ্ছা আনাচে-কানাচে লুকিয়ে শুধু ভোট দিতে পারে না কারণ যে দলটা আজ অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে লড়ছে সেই দলের পাশে দাঁড়ানোর মতো লোক বা মানসিকতা মানুষের নাই। কেন্দ্রে বিজেপি বিরোধী আন্দোলনে সিপিএম নিজের টোটাল ভোট টিএমসির খাতেও তুলে দিতে পারে। অলিখিত জোট হিসেবে। আগামী দিনে কোন জোট থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত নেতৃত্ব দেবেন কিন্তু গ্রামে-গঞ্জে আলোচনার যে লুকিয়ে থাকা সিপিএম সমর্থকরা নিজের ভোট বিজেপির বিরুদ্ধে আন্দোলনকারী টিএমসি দলের নামে তুলে দেওয়াটা স্বাভাবিক বলে মনে হচ্ছে এখন। কথা উঠেছিলো বামের ভোট যাবে রামে কিন্তু এখন কথাটা একটু অন্য হয়ে গেছে
"বারবার বিজেপি করছো তুমি ভুল
সিপিএমের ভোট এবার পাবে তৃণমূল।"
0 Comments
Please do not enter any spam link in comment box