NTN BHARAT - News, Facebook Log, News, Media

প্রেম চলুক রাজপথেতে I

 NTN BHARAT : SOUMEN SINGHA : কয়েক দশক থেকে এই শ্লোগান ছিল কলেজ স্ট্রিট এলাকার কফি হাউসের আড্ডা প্রান্তজনের কথা। আজ তা প্রকাশ্যে। প্রকাশকের নাম শোভন বৈশাখী। নাচের তালে, গানের সুরে "সুন্দরী" বলে আখ্যা দিয়ে চলছে জীবন। কখনো রাজপথের ঘোড়ার গাড়ি কখনো বেহালায় নিজের বাড়ি যে যেভাবেই থাকুক না কেনো আছে তো সুখে। রাজপথের ঘোড়ার গাড়িতে 2021 এর পুজো কাটিয়ে একসাথে চলছিলেন দুইজন।সবার কথা কে তোয়াক্কা না করে চললো ভালোবাসার রেল গাড়ি।আমরা সবাই জানি যে শোভন দেব চট্টপাধ্যায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। কখনো তার স্ত্রী রত্নাকে নিয়ে মানুষ বলেনি,ভাবেওনি।আজ প্রতিটি বাড়িতে সমস্যা দেখা দেয়, সমস্যা ও সমাধান না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।কিন্তু অপেক্ষা করতে গিয়ে যদি কখনো ভালোবাসা হারিয়ে যায়, তার পরিণতি ন্যায় বিচারের প্রক্রিয়া শুরু করে।অবশেষ টা বিচারকের পেন টা বলতে পারে।আজ খুঁজলে ভারতের প্রতিটি বাড়িতে একটি করে ডিভোর্স মামলা পাওয়া যায়।

"দুষ্টু গরুর থেকে শূণ্য গোয়াল অনেক ভালো। "

আজ এই দশকে এসে,নিজেকে নিয়ে ভাবার সময় পেয়েছেন তারা, ভাবুক  না একটু?ক্ষতি কি?দম বন্ধ হয়ে আবদ্ধ একাকিত্বের থেকে,মুক্ত আকাশে নিশ্বাস নেয়া অনেক শ্রেষ্ঠ। আজ আমরা অনেকেই ওনাদের নিয়ে হাঁসাহাসি করি।এটা ঠিক না।মানুষ যখন তার ব্যক্তি স্বাধীনতা কথা বুঝতে পারে, তা যে বয়সেই হোক না কেন,সে তার ভালো থাকার জন্য নিশ্বাস নেওয়ার জন্য যে পদক্ষেপ গ্রহণ করে তা ঠিক।তাকে নিয়ে যে  ব্যঙ্গ করা হয়েছে তাতে তাঁর জীবন যাত্রা স্বাভাবিকভাবেই  থাকবে,পরিবর্তন আসবে না। 

সামাজিক মাধ্যম এর দৌলতে যারা নিজেদের আকর্ষণীয় করতে, ফলোয়ার বাড়িত করছেন,তারা নিজের স্বার্থ উদ্ধার করেছে।আজ সোসাল মিডিয়া মার্কেটিং শুরু করতে গিয়ে marketing কথার মানেটা পাল্টে গেছে। কারোর নিষ্পাপ প্রেম কে মজার রসদ  করাটা,নিজের যোগ্যতা ওপর আঙুল তোলা ছাড়া কিছুই নয়।

Post a Comment

0 Comments