NTN BHARAT - News, Facebook Log, News, Media

গোয়া সফরে গিয়ে বিজেপিকে হুঁশিয়ারি মমতার;

 


গোয়াঃ
দিল্লির অঙ্গুলিহেলনে নয়, গোয়া শাসন করবে গোয়ার মানুষেরাই গোয়ায় তিনি মুখ্যমন্ত্রী হতে আসেননি৷আবার তিনি বহিরাগতও নন৷ গোয়ায় মাটিতে পা দিয়ে দলীয় বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার হুঁশিয়ারি, গোয়ায় বিজেপি- সাইনবোর্ড দেখতে চান না তিনি। 

সূত্রের খবর, শুক্রবার সকালে গোয়ায় তৃণমূলের বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 


বৈঠকে বেকারত্ব, নারীদের ক্ষমতায়ন, মূল্যবৃদ্ধি, মৎস্যজীবীদের দুর্দশা, মহিলাদের নিরাপত্তার মতো ইস্যু নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷তিনি দাবি করেন, গোয়ায় তৃণমূল ক্ষমতায় এলে মহিলাদের ক্ষমতায়ণের উপরে জোর দেবেন বাংলায় লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, গতিধারা, কন্যাশ্রীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের কথাও তুলে ধরেন মমতা৷


তিনি বলেন, 'বাংলা এখন অত্যন্ত শক্তিশালী একটি রাজ্য৷ আমরা চাই গোয়াও সেরকম শক্তিশালী হয়ে উঠুক, গোয়ায় নতুন ভোর আসুক৷'বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন গোয়া বিমানবন্দরে অবতরণ করেন, সেই সময় তাঁকে কালো পতাকা দেখান বেশ কয়েকজন৷ মমতার ছবি দেওয়া তৃণমূলের হোর্ডিং, পোস্টারও ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি- বিরুদ্ধে৷ সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'ওরা ভয় পেয়েছে৷ ওদের কোনও সংস্কৃতি নেই৷” বিজেপি-কে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, 'আমি গোয়ার মুখ্যমন্ত্রী হতে আসিনি৷ কিন্তু দিল্লির দাদাগিরি আর চলবে না৷ গোয়ায় নতুন ভোর আসবে৷


দিনের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলনেত্রী বলেন, বাংলায় এতকিছু করতে পারলে গোয়ার মতো ছোট রাজ্যে এগুলি করা কোনও ব্যাপারই নয়৷ আমি গোয়ার মুখ্যমন্ত্রী হতে আসিনি৷ আমি দেখতে চাই দুর্নীতি মুক্ত, নীতি পরায়ণ, মানুষের জন্য কাজ করবে এমন সরকার গোয়ায় ক্ষমতায় আসুক৷ গোয়ার সরকার গোয়ার মানুষের দ্বারা এবং গোয়ার মানুষের জন্যই কাজ করবে৷ আমরা শুধু বাইরে থেকে সাহায্য করব৷


বিজেপির পাশাপাশি এদিন নাম না করে কংগ্রেসকেও নিশানা করেন মমতা। তিনি অভিযোগ করেন, অন্যান্য দলগুলির মতো বিজেপি- কাছে বিক্রি হবে না তৃণমূল৷ একইসঙ্গে তিনি গোয়ার মানুষের কাছে আবেদন করেন, "কংগ্রেস, বিজেপি আপনারা সবাইকেই সুযোগ দিয়েছেন একবার তৃণমূলকে সুযোগ দিন


মমতার কথায়, "আমরা কোনওদিন জাতপাতের রাজনীতি করি না হিন্দু-মুসলিম-শিখ-ইসাই ভাগাভাগি করি না হিংসার রাজনীতি করি না গোয়ার প্রথম আকর্ষণ হল পর্যটন তাই সেটাকে আরও বেশি ভাল করে সাজাতে চাই পরের বার আসব তখন গোয়ার গ্রামগুলোতে ঘুরব এখানে আমি মুখ্যমন্ত্রী হতে আসিনি, আমার লক্ষ্য গোয়ায় উন্নয়ন করা "

Post a Comment

0 Comments